সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
প্রসঙ্গত, বিবিএমপি (বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিক)-র ঠিকাদার চেলুভারাজুর অভিযোগ, গেরুয়া শিবিরের বিধায়ক তাঁর কাছ থেকে ৩০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। বিধায়ক হুমকি দিয়েছিলেন, টাকা না দিলে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করা হবে। জানা গিয়েছে, ‘সলিড ওয়েস্ট ডিসপোজাল’-এর চুক্তির জন্য ২০২১ সালে মুনিরত্ন প্রথমে চেলুভারাজুর কাছ থেকে ২০ লক্ষ টাকা চেয়েছিলেন। পরে, বিধায়ক তাঁকে হেনস্তা করেন। তাঁকে গালিগালাজও দেওয়া হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দায়ের হয়েছে জাতপাত নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য। সূত্রের খবর, চেলুভারাজু ইতিমধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে দেখা করে রাজ্যের বিজেপি নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন। দলিত সংঘর্ষ সমিতির পক্ষ থেকেও বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়। শেষপর্যন্ত পুলিস ওই বিধায়ককে গ্রেপ্তার করল।