সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সতীর্থের এদিনের শেষ যাত্রার দায়িত্ব যেন একা কাঁধে তুলে নিয়েছিলেন প্রকাশ। থমথমে মুখে নজর রেখেছেন চতুর্দিকে। এদিন পার্টি অফিসে হাজির ছিলেন সীতারাম ইয়েচুরির স্ত্রী, পুত্র এবং কন্যা। পূর্ব সিদ্ধান্ত মতোই সিপিএম নেতাকর্মীদের প্রত্যেকের বুকে আটকানো ছিল সীতারাম ইয়েচুরির ছবি। অধিকাংশরই পরনে ছিল লাল শার্ট। বেলা ৩টে নাগাদ মিছিল করে সীতারাম ইয়েচুরির দেহ নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। পরিবার এবং দলের পলিটব্যুরোর উপস্থিতিতে দান করা হয় দেহ। মিছিলে পা মিলিয়েছেন বিমান বসুরাও।