সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আলুসহ বিভিন্ন সব্জির দাম এদিনের বৈঠকে পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয় যে, জিনিসপত্রের দাম মোটামুটি স্থিতিশীলই আছে। ভিন রাজ্যে আলু পাঠানো হলেও এখানকার খুচরো বাজারে দাম বাড়েনি। পাইকারি বাজারে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। খুচরো বাজারে আলুর অযৌক্তিক বেশি দাম যাতে না নেওয়া হয় তার জন্য সরকারি নজরদারি চলছে বলেও জানানো হয়েছে এদিন।
আলু ব্যবসায়ীদের পক্ষে লালু মুখোপাধ্যায় জানান, ২৮ লক্ষ টন আলু এখনও হিমঘরে মজুত আছে। পরিমাণটি আগামী কয়েকমাস রাজ্যের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। গত একমাসে মাত্র আড়াই লক্ষ টন আলু ভিন রাজ্যে গিয়েছে। সরকারি টাস্ক ফোর্সের সদস্য কমল দে বৈঠকে বলেন, অতিবৃষ্টির ফলে বিভিন্ন জেলায় যে বন্যা হয়েছে, তাতে সব্জিসহ কৃষিপণ্যের কতটা ক্ষতি হল, সেটা কয়েকদিন পর বোঝা যাবে। পুজোর সময় সকালের দিকে সব্জির গাড়ি চলাচলে পুলিস যাতে বিধিনিষেধ আরোপ না করে তার জন্য তিনি অনুরোধ করেন।