সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে বড় গাড়ি ঢোকার ক্ষেত্রে সমস্যা হয়। এরকম এলাকায় আগুন লাগলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই পুজোর আগে আরও ৫০টি বাইক-দমকল নামানোর তোড়জোড় শুরু হয়েছে।
সূত্রের খবর, দমকলের এই নয়া পরিকাঠামো উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ১৫ লিটার জল ও ১৫ লিটার ফোম বহনের ক্ষমতাসম্পন্ন এই বাইক-দমকলের ইতিমধ্যে ট্রায়াল রান শুরু হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর এবং শহরতলি এলাকায় কাজে লাগানো হবে এই গাড়িগুলি। প্রসঙ্গত, বর্তমানে অগ্নি নির্বাপণ দপ্তরের হাতে এই ধরনের প্রায় ২০০টি বাইক-দমকল রয়েছে। সেই সঙ্গে আরও ৭৫টি দমকলের গাড়ি কিনছে দপ্তর। এর মধ্যে ৩০ থেকে ৩৫টি পুজোর আগেই চলে আসার সম্ভাবনা আছে। তাছাড়া, আরও ৬০টি সেল্ফ স্ট্যান্ডিং মনিটরও কেনা হচ্ছে বলে সূত্রের খবর। তাহলে এই মনিটরের মোট সংখ্যা দাঁড়াবে ৯০। আগুন নেভানোর কাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মনিটর। এর মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনেক কাছ থেকে জল স্প্রে করা যায় আগুনের উৎসস্থলে।