সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
পারমিতা ট্রলারের কর্মী প্রাণকৃষ্ণ দাস বলেন, ‘গত বুধবার মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলাম। দুর্যোগ থাকায় বৃহস্পতিবারই উপকূলে ফিরে আসছিলাম। তখন দু’জনকে সমুদ্রে ভাসতে দেখি। তাঁদের উদ্ধারের পর জানতে পারি আরও কয়েকজন সমুদ্রে ভাসছেন। ট্রলার একটু এগতেই দশ জনকে একটি বাঁশ ধরে ভেসে থাকতে দেখি। তাঁদেরও উদ্ধার করা হয়। নিজেদের জামা-প্যান্ট তাঁদের পরতে দি। খাবারদাবার খাইয়ে সুস্থ করার চেষ্টা করা হয় তারপর।’ মহম্মদ মানিক সিকদার নামে উদ্ধার হওয়া এক বাংলাদেশি মৎস্যজীবী বলেন, ‘গত মঙ্গলবার বাংলাদেশের মইপুর থেকে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে ১৩ জন সমুদ্রে গিয়েছিলাম। সমুদ্র উত্তাল থাকায় বুধবার রাতে উপকূলের দিকে ফিরছিলাম। হঠাৎই রাত দশটা নাগাদ ট্রলার উল্টে যায়। একটি বাঁশ ধরে ১২ জন একসঙ্গে ভেসেছিলাম। একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রায় কুড়ি ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ভারতীয় একটি ট্রলার আমাদের উদ্ধার করেছে।’ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা পাথরপ্রতিমা থানার অধীনে রয়েছে। সবাই সুস্থ আছেন।’