সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সরকারি কর্মী ছাড়াও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা সপরিবারে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান। নথিভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা খরচের পুরোটাই পাওয়া যায়। নির্দিষ্ট টাকার উপর পাওয়া যায় ক্যাশলেস চিকিৎসারও সুবিধা। এতদিন আউটডোর চিকিৎসার আওতায় ছিল নির্দিষ্ট ১৭টি রোগ। ২০২২ সালে আউটডোর চিকিৎসার আওতায় আনা হয় কোভিড-১৯-কেও। সম্প্রতি কিডনি রোগের দ্বিতীয় পর্যায় থেকে আউটডোর চিকিৎসার সুযোগ দেওয়া হয়। এবার একসঙ্গে আরও ৬টি নতুন রোগকে তালিকাভুক্ত করা হল। কর্মীদের স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক।