Bartaman Patrika
রাজ্য
 

নিউটাউনে সেজে উঠবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অন্যান্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নিয়মিত প্রথম স্থান অধিকার করে যাদবপুর। সরকারি তো বটেই, বেসরকারি র‌্যাঙ্কিংয়েও এগিয়ে থাকে তারা। পিছনে থাকে অনেক নামকরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং বহু আইআইটিও। তবে কিছু কারণে আন্তর্জাতিক পড়ুয়া টানার ক্ষেত্রে যাদবপুর পিছিয়ে থাকে। এবার নিউটাউনের তৃতীয় ক্যাম্পাসকে গবেষণা এবং উদ্ভাবনার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পড়ুয়াবান্ধব করার প্রয়াস চালাচ্ছে তারা। সেখানে এই পড়ুয়াদের জন্য থাকবে অত্যাধুনিক ছাত্রাবাস।
পড়াশোনা এবং গবেষণার মান নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কখনও প্রশ্নের মুখে পড়েনি। তবে র‌্যাগিংয়ে ছাত্র মৃত্যু সহ বিভিন্ন ‘উচ্ছৃঙ্খল’ ঘটনাবলীর জেরে বারবার সংবাদ মাধ্যমের তোপের মুখে পড়েছে এই প্রতিষ্ঠান। ফলে এখানে পড়ুয়া নিরাপত্তা এখনও একটি বড় ইস্যু। এছাড়াও প্রতিপদে যে সমস্যার মুখোমুখি যাদবপুরকে হতে হয়, সেটা হল তহবিল। এর জন্য সরকার বা প্রাক্তনীদের কাছে মাঝেমধ্যেই সাহায্য চায় তারা। ছাত্র সুরক্ষায় নজরদারির ব্যবস্থা, ছাত্রাবাস তৈরি প্রভৃতি খাতে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে বড়সড় অনুদান পেয়েছে যাদবপুর। এবার ছাত্র সুরক্ষা নিশ্চিত করা এবং বিকল্প আয়ের সংস্থান তৈরির লক্ষ্যে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। আন্তর্জাতিক পড়ুয়া এলে প্রতিষ্ঠানে বাড়তি অর্থ আসে। আবার অত্যাধুনিক ক্ষেত্রে গবেষণার জন্যও বেসরকারি অনুদানের সুযোগ খুলে যায়। সেই কারণে তৃতীয় ক্যাম্পাসকে পাখির চোখ করতে চায় যাদবপুর।
২০১৮ সালে সরকারের কাছ থেকে পাওয়া নিউটাউনের জমিটি পাঁচ একরের। কর্তৃপক্ষের ইচ্ছা, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পার্ক এবং যুগোপযোগী ক্ষেত্রের গবেষণাকেন্দ্র তৈরি করার। এ ধরনের গবেষণায় অর্থ আসে। বেসরকারি সংস্থার সঙ্গেও চুক্তি করাও সহজ হয়। ফলে ক্যাম্পাসের সঙ্গে শিল্পক্ষেত্রের যোগাযোগের পথও সুগম হয়ে ওঠে। আন্তর্জাতিক পড়ুয়াদের জন্যও নিরাপদ এবং সুযোগ-সুবিধা সম্পন্ন হস্টেল তৈরির পিছনেও রয়েছে একই উদ্দেশ্য। এশিয়া, আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার মতো মহাদেশগুলি থেকে প্রথম থেকেই পড়ুয়া পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠান। তাদের হাত ধরে আসবে বিদেশি মুদ্রাও। সেখানে কোনওরকম র‌্যাগিং বা আহমেদাবাদে গুজরাত বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মতো বিদেশি পড়ুয়াদের উপরে বহিরাগতদের হামলার মতো কোনও বিরূপ সম্ভাবনা প্রথমেই নির্মূল করতে চায় তারা।
গত জুলাইয়ে হিডকো তথা এনকেডিএ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জানায়, তারা যেভাবে দীর্ঘদিন জমি ফেলে রেখেছে, তাতে নানা সমস্যা হতে পারে। তারা যেন আপাতত সেটি ঘিরে ফেলার ব্যবস্থা করে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসতে না বসতেই আগস্টে ঘটে যায় র‌্যাগিংয়ে মৃত্যুর ঘটনা। বহু পটপরিবর্তন হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে। সরকারের কাছে পাঁচিল দেওয়ার অর্থও চেয়েছিল বিশ্ববিদ্যালয়। তা না মেলায় নিজেদের অর্থেই জমি ঘিরে ফেলে তারা। কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি বা সিএসআর’এর মাধ্যমে তারা যাতে টাকা পেতে পারে, তার জন্য সরকার তাদের সিএসআর পোর্টালে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) জমা দিতে বলে। সেই রিপোর্টই তৈরি হচ্ছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘ডিপিআর বিষয়ক একটি কমিটি তৈরি হচ্ছে। সব ফ্যাকাল্টির সঙ্গে কথা বলা হচ্ছে। সরকারের কাছে আমরা আশাবাদী। তহবিলের জন্য প্রাক্তনীদের সঙ্গেও যোগাযোগ করা হবে।’

16th  July, 2024
শুধুই রাজনীতি! হতাশ আম জনতা

ঝনঝনিয়ে গিটার বাজছে। উচ্চস্বরে গান হচ্ছে ‘ও গঙ্গা তুমি বইছ কেন?’ মঞ্চ আলো করে বসে বিজেপির ছোট-বড়-মেজো-সেজো নেতানেত্রীরা। গান শেষে মাইক ধরলেন রুদ্রনীল ঘোষ। জানিয়ে দিলেন আগামী কর্মসূচি। বিশদ

ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণেই মরিয়া সিবিআই

সিবিআইয়ের তদন্ত কতদূর? আন্দোলনের ভরকেন্দ্রেও কিন্তু এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। প্রত্যেকেই জানতে চাইছেন, ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট কবে হবে? সঞ্জয় আর কার নাম বলেছে? এর একটিরও উত্তর সিবিআই এ পর্যন্ত দিতে পারেনি। বিশদ

আন্দোলন সামনে রেখেই অশান্তির গেরুয়া-প্ল্যান? নবান্ন অভিযান নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

আড়ালে-আবডালে থাকলেও, লাখ চেষ্টা করেও আর জি কর কাণ্ডের প্রতিবাদী সামাজিক আন্দোলনের মূল স্রোতে ‘অনুপ্রবেশ’ করতে পারছিল না গেরুয়া শিবির ও তাদের দোসররা। বিশদ

প্রমাণ লোপাটের যুক্তি বিজেপির কেন্দ্রীয় নেতাদের

সিবিআই তদন্ত কত দূর এগিয়েছে? সব ক্ষোভ বিক্ষোভের মধ্যে‌ও এই প্রশ্ন এখন জ্বলন্ত। খোদ সুপ্রিম কোর্টের নির্দেশে আজ, বৃহস্পতিবার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি। তবে সিল করা খামে, গোপন নথি হিসেবে। কিন্তু কী থাকতে চলেছে সেই প্রাথমিক তদন্ত রিপোর্টে? বিশদ

‘কেন্দ্র পদ্মশ্রী দিয়েছে, একটা বাড়ি দিতে পারত!’ ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে বসেই আক্ষেপ পুরুলিয়ার ‘গাছদাদু’র

পদ্মশ্রী সন্মান মিলেছে। কিন্তু আজও দুঃখ ঘোচেনি পুরুলিয়ার ‘গাছদাদু’ দুখু মাঝির! দরমার বেড়া দেওয়া ঘর। ত্রিপলের ছাউনি। পুরনো সেই ছাউনি ভেদ করে এই বর্ষায় জল পড়ে ঘরের ভিতর। ভেসে যায় অপরিসর উঠোন। কোথায় রাখবেন পদ্মশ্রী স্মারক? ভেবে কুল পান না দুখু। বিশদ

হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে হাইকোর্টে জোড়া মামলা

আরও বিপাকে পড়ে গেলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই দু’টি হল, আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে মামলা।  বিশদ

‘সন্দীপ ঘোষ’ নামের বিড়ম্বনা এড়াতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চিকিৎসকের

বনগাঁর পর এবার মুর্শিদাবাদ! আর জি কর-কাণ্ডে সেখানকার প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নাম জড়ানোর পর একই নামে বনগাঁর এক দন্ত চিকিৎসক বিড়ম্বনায় পড়েছিলেন। তাঁকেই আর জি করের ঘটনায় জড়িত ভেবে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছিল। বিশদ

আচমকা অভিযান হবে, নিরাপত্তা বাড়ল নবান্নের

আর জি করের ঘটনা নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভে ক্রমেই মিশছে রাজনীতির রং। এই আবহে বিরোধীদের উস্কানিতে যেকোনও মুহূর্তে আন্দোলনকারীরা নবান্ন অভিযান করতে পারে আশঙ্কা করে বুধবার মূল প্রশাসনিক ভবনের সামনে নিরাপত্তা বাড়িয়েছে হাওড়া সিটি পুলিস। বিশদ

থানের ঘটনা থেকে শিক্ষা, ভাঙচুর হতে পারে স্টেশনগুলিতে, গোপন রিপোর্ট পেয়ে সতর্ক রেল

মহারাষ্ট্রের বদলাপুরের সঙ্গেই কি জুড়ে যেতে পারে বাংলার পরিস্থিতি? এমনই আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাঁদের আশঙ্কা, বদলাপুরের মতোই আর জি কর হাসপাতাল কাণ্ড নিয়ে তুমুল জনরোষ আছড়ে পড়তে পারে বাংলার রেলওয়ে স্টেশনগুলিতেও। বিশদ

রাজ্যে সব মেডিক্যাল কলেজে বসছে ৫ হাজার সিসি ক্যামেরা

৯ আগস্টের আগে সিসি ক্যামেরা চাইলেই প্রশ্ন ছুটে আসত হাজার গণ্ডা। স্বাস্থ্যভবন থেকে আসত প্রশ্ন, এমনকী হাসপাতালের ভিতরের নানা মহলও ‘প্রিভেসি’ বা ‘গোপনীয়তা’ লঙ্ঘিত হবে যুক্তি দেখিয়ে উষ্মা প্রকাশ করত। এক তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের পর গোটা পরিস্থিতিটাই পাল্টে গিয়েছে।
বিশদ

ডেঙ্গু আর মরশুমি নয়, আতঙ্ক এখন বছরভর! সমীক্ষা রিপোর্ট

একটা সময় ছিল, যখন ডেঙ্গুকে মরশুমি রোগ হিসেবে বিবেচনা করা হতো। দেখা যেত, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়বাড়ন্ত হয় মশাবাহিত এই রোগের। কিন্তু সেইদিন গিয়েছে। গত কয়েক বছর ধরে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ডেঙ্গুর দাপট লক্ষ করা গিয়েছে রাজ্যে। বিশদ

সাবেক ফরাসডাঙার আলো নিভল, বিদায় ‘আলো-সম্রাট’ বাবুর

চীন তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল আলোর উদ্ভাবন দেখাতে। করোনা পর্বের কয়েক বছর আগের ঘটনা। চন্দননগরের আলোকশিল্পী এলইডি আলোর বিশ্বব্যাপী বাজারে গিয়েছিলেন এদেশের হর্তাকর্তা হয়ে। সাবেক ফরাসি কলোনি ফরাসডাঙা থেকে চীনে যাওয়া সেই আলোকশিল্পীর নাম বাবু পাল। বিশদ

নির্যাতিতার ছবি-ভিডিও মুছে ফেলুন আর জি কর নিয়ে কড়া নির্দেশ কেন্দ্রের

২৪ ঘণ্টা আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সেই বিষয়টি সামনে রেখে এবার আর জি কর হাসপাতালের ঘটনায় নির্যাতিতার পরিচয় প্রকাশ হওয়া রুখতে উদ্যোগী হল কেন্দ্র। বৈদ্যুতিন এবং সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া থেকে নিহত তরুণী চিকিৎসকের নাম, পরিচয়, ছবি, ভিডিও অবিলম্বে সরিয়ে দিতে বুধবার বিকেলে নির্দেশিকা জারি করা হয়েছে। বিশদ

রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখার শীর্ষে জাভেদ শামিম

রাজ্য পুলিসে দুর্নীতি দমন শাখার (এসিবি) শীর্ষ দায়িত্ব দেওয়া হল আইপিএস আধিকারিক জাভেদ শামিমকে। রাজ্য পুলিসের আইবি’র এডিজি এবং সিকিউরিটি বিভাগের অতিরিক্ত ডিরেক্টর পদে আছেন জাভেদ শামিম। বিশদ

Pages: 12345

একনজরে
ছাত্র আন্দোলনের জেরে রাজনৈতিক পালাবাদল ঘটেছে বাংলাদেশে। এবার অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশেই ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার উপক্রম। আন্দোলনকারী ছাত্রদের দাবির মুখে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা শুরু হয়েছে। ...

বুধবার পেভার ব্লকের রাস্তার কাজকে ঘিরে দু’পক্ষের গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে। ঘটনায় জখম হয়েছেন অন্তত তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের চিকিৎসার ...

করোনা-পরবর্তীকালে রাজ্যে আবাসন শিল্পকে চাঙ্গা রাখতে একাধিক উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর ঘোষণা করে যে, ক্রেতারা স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় পাবেন। সার্কেল রেটে ...

ঘাটাল ব্লকের একের পর এক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অব্যাহত। এবার বীরসিংহ সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূল তাদের জয় সুনিশ্চিত করতে চলেছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও ব্যবসাদি কর্মে অর্থাগম বেশি হবে। লেখাপড়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে গতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মাদ্রাজ (চেন্নাই) দিবস, ভারত
১৬৪২: ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু
১৬৩৯: মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৮১৮: ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর মৃত্যু
১৯১১: গায়ক দেবব্রত বিশ্বাসের জন্ম
১৯১৫: অভিনেতা শম্ভু মিত্রের জন্ম
১৯৩২ : বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে
১৯৫৫: রাজনীতিক ও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জীবীর জন্ম
১৯৮৯: নেপচুন গ্রহে প্রথম বলয় দেখা গেল
২০০০: বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক  অরুণ মিত্রর মৃত্যু
২০০৫: রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা ও সংগীত-নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী  অমিতা সেনের (আশ্রমকন্যা) মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৯ টাকা ৮৪.৭৩ টাকা
পাউন্ড ১০৭.৪৯ টাকা ১১১.০২ টাকা
ইউরো ৯১.৬৬ টাকা ৯৪.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া ২১/৮ দিবা ১/৪৭। উত্তরভাদ্রপদ নক্ষত্র ৪১/৫৫ রাত্রি ১০/৬। সূর্যোদয় ৫/১৯/৩৫, সূর্যাস্ত ৫/৫৯/২৫। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৯ গতে ১/৪ মধ্যে।    
৫ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া সন্ধ্যা ৫/৫০। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। কালবেলা ২/৫২ গতে ৬/৩ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে। 
১৭ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

21-08-2024 - 11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

21-08-2024 - 10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

21-08-2024 - 10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

21-08-2024 - 10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

21-08-2024 - 10:02:32 PM

এনসিপি প্রধান শারদ পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার

21-08-2024 - 09:32:44 PM