পেশা ও ব্যবসায় অর্থাগমের যোগটি অনুকূল। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। ... বিশদ
বর্ধিত আয় শ্রমিকের সহায়
সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারেন্টি ও তাঁদের ৪০০ টাকা দৈনিক মজুরির ব্যবস্থা।
দেশজুড়ে বাড়ি হবে সবারই
দেশের প্রত্যেকের জন্য আবাসন নিশ্চিত করা হবে। প্রত্যেককে পাকা বাড়ি দেওয়া হবে।
জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে
প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া হবে। পরিবেশ বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে।
অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে র্যাশন
প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের ৫ কেজি বিনামূল্যে রেশন প্রদান করা হবে এবং তা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
আমাদের অঙ্গিকার, নিরাপত্তা বাড়বে সবার
প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ও অন্যান্য অনগ্রসর শ্রেণী , তপশীলী জাতি ও উপজাতিদের উচ্চশিক্ষার বৃত্তি বাড়ানো হবে। ভারতের ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে মাসিক হাজার টাকা করে অর্থাৎ বার্ষিক ১২ হাজার টাকা দেওয়া হবে।
বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্যদাতার
স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেশের সকল কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি দেওয়া হবে।
স্বল্পমূল্যে পেট্রপণ্য ভারতবর্ষে সকলে ধন্য
পেট্রল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে প্রদান করা হবে। প্রাইজ স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করে জ্বালানীর মূল্যের ওঠানামা নিয়ন্ত্রণ করা হবে।
নিশ্চিন্ত ভবিষ্যত অর্জন, যুবশক্তির গর্জন
২৫ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোর্ল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের মাসিক বৃত্তি প্রদান করা হবে ও উচ্চশিক্ষায় পড়ুয়াদের ১০ লক্ষের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে।
স্বচ্ছ আইন, স্বাধীন ভারত
ধোঁয়াশাযুক্ত সিএএ বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। ইউসিসি ভারতজুড়ে প্রয়োগ করা হবে না।
এগিয়ে বাংলা, এগোবে ভারত
বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে সমস্ত মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে একটি উন্নততর স্বাস্থ্যসাথী বিমা প্রদান করা হবে। যা ১০ লক্ষের স্বাস্থ্যবিমার সুবিধা দেবে।