উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ১০ মিনিট নাগাদ রোগী পরিবারের সদস্যরা কার্ডিওলজি বিভাগ লাগোয়া বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর দ্রুত পুলিস ও হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। রাত সাড়ে ন’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিসের প্রাথমিক অনুমান, বাথরুমের মধ্যে লুকিয়ে ধূমপান করার সময় সেই আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, রবিবার রাতে বিজয়গড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। একটি ডেকরেটার্সের গুদাম ঘর ভস্মীভূত হয়ে যায়। একটি ঘরে আটকে যায় মা ও ছেলে। দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়গড় বাজারের কাছে একটি তিনতলা বাড়ি রয়েছে। সেখানে একাধিক পরিবার বাস করেন। পাশাপাশি, ওই বাড়িতে ডেকরেটার্সের একটি গুদামও রয়েছে। এদিন রাত ১০টা নাগাদ আচমকা ওই গুদাম ঘর থেকে দাউদাউ করে আগুন বের হতে দেখা যায়। ওই সময় বাড়িতে এক মহিলা ও তাঁর ছেলে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে। ডেকরেটার্সের ওই গুদামের ভিতরে প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পাশের একটি কাঠের ঘর ভস্মীভূত হয়ে যায়। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।