সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এমনিতেই বানের জল ওঠে কালীঘাটের একাধিক অঞ্চলে। কালী টেম্পেল রোড, কালীঘাট রোড, কালী লেন, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, হিউম রোড, ভগবতী লেন, নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেন, মহিম হালদার স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকা জলে ভাসে। গত কয়েকদিনে গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ার কারণে অন্যান্য সময়ের তুলনায় বেশি জল ঢুকে পড়েছে। সেই জল বিভিন্ন বাড়িতেও ঢুকেছে বলে জানা গিয়েছে। দুর্ভোগে পড়েন স্থানীয়রা। পাম্প করে সেই জল বের করার চেষ্টা চালায় কলকাতা পুরসভা।