সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সূত্রের খবর, কামালগাজি থেকে বারুইপুরের শাসন পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তা। আদি গঙ্গার দুই ধারে সেই রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে জবরদখল হয়ে রয়েছে। অনেকে দোকান করেছেন, কেউবা গুমটি ঘর। এসবই এবার তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেচদপ্তর। তবে কামালগাজি বাজার নিয়েই ছিল বেশি জটিলতা। কারণ সেখানে প্রায় শ’খানেক ব্যবসায়ী রয়েছেন। অভিযোগ উঠেছিল যে, এই বাজার থেকে উচ্ছিষ্ট সব্জি ও অন্যান্য জিনিস খালে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে খাল দূষিত হচ্ছিল। তাই গত বছর পুর আধিকারিকদের নিয়ে এই এলাকা পরিদর্শনে এসেছিলেন তৎকালীন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তখনই তিনি জানিয়েছিলেন, এই জায়গা দখলমুক্ত করা হবে। সেটাই এবার বাস্তবায়িত হতে চলেছে।
এই কাজের জন্য ইতিমধ্যে ১ কোটি ৪০ লক্ষ টাকার টেন্ডার হয়েছে বলে জানা গিয়েছে। চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল বলেন, আদি গঙ্গার দুই ধারে ফেন্সিং করে দেওয়ার কথা হয়েছে। ফলে আর সেখানে বসতে পারবেন না কেউ। কামালগাজি বাজারে যে একশোর মত দোকানদার আছেন, তাঁদের মধ্যে লটারি করে ৬৮ জনকে নতুন জায়গায় স্থানান্তর করা হবে।