সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
‘কেন ভালো লাগে মমতাকে?’ প্রশ্নের উত্তরে অবস্থান মঞ্চের সামনে দাঁড়িয়ে শাহিদ বলে, ‘আমি ধর্মতলায় দেখি উনি অনেক কিছু বলেন। খুব ভালো লাগে।’ ‘এখানে কী হচ্ছে জান?’ উত্তরে ঘাড় নাড়ল। সে কিছুই জানে না। কোথায় কী হয়েছে, কেন এখানে স্লোগান হচ্ছে, কিছুই জানে না। শাহিদ শুধু জানে, মমতা এসেছিলেন। ওর জিজ্ঞাসা, ‘মমতার সভা হচ্ছে না?’ বলে ফলের রসের দিকে তাকিয়ে রইল। একজন দয়াপরবশ হয়ে তার হাতে দিল বেশ কয়েকটি ফলের রসের প্যাকেট। ও জানাল, ‘এগুলো মাকে দেব। মায়ের শরীর ভালো নেই। আজ কাজে বের হতে পারেনি।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখা হয়েছে। মায়ের জন্য ফলের রসও পাওয়া হয়ে গিয়েছে। নিজেও খেয়েছে। খিদে মেটেছে। কাজেই ওর আর দাঁড়িয়ে কাজ নেই। শাহিদ চলল বাস ধরতে। বাসে গান গাইলে কিছু রোজগার হবে। তা সংসারের কাজে আসবে। যাওয়ার আগে শুধু প্রশ্ন করে গেল একটা। ‘এটা কী হচ্ছে? কি হচ্ছে এখানে?’ তার প্রশ্নের উত্তর কেউ দিলেন না। মমতার বক্তব্য শুনতে না পেয়ে খানিক মনমরা হয়েই রওনা দিল বাস ধরতে।