সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এদিনই দুপুরে ইডির অন্য একটি দল বৈদ্যবাটির বাসিন্দা কুণাল রায়ের বাড়িতে হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নার্সারি রোডের শঙ্করপল্লির বাসিন্দা কুণাল একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। উচ্চমধ্যবিত্ত কুণালবাবুর বাড়িতে পৌঁছনোর দীর্ঘ সময় পর ইডির তদন্তকারীরা বাড়িতে ঢুকতে পারেন। কারণ, ওই বাড়ির সদস্যরা কেউ দরজা খোলেনি বলে অভিযোগ। যদিও ইডি সূত্রে জানা গিয়েছে, তাঁরা কুণালবাবুর সঙ্গে যোগাযোগ করেই এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুণালবাবু সৎ ও সজ্জন বলেই এলাকায় পরিচিত। তবে কেন্দ্রীয় সংস্থার অভিযান ঘিরে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। প্রায় তিনঘণ্টা সেখানে ছিলেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। রায় পরিবারের ঘনিষ্ঠ সুবীর দাস বলেন, কেউ তদন্ত করছেন তা ইডি কর্তৃপক্ষ আমাদের জানাননি। তবে আমরা সহযোগিতা করেছি। দু’টি অভিযান নিয়েই ইডি কর্তারা কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি।