পেশা ও ব্যবসায় অর্থাগমের যোগটি অনুকূল। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। ... বিশদ
প্রাক্তন বিজেপি বিধায়কের এই মন্তব্যের পরই তুমুল বিতর্ক তৈরি হয়। পদ্মশিবিরকে বিঁধে হেবলকর জানান, বিজেপি মহিলাদের কতটা সম্মান করে তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মুখে রাম নাম, আর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’—এর কথা বললেই চলবে না, মহিলাদের সম্মানও দিতে হবে। তিনি আরও বলেন, আমরা হিন্দু সংস্কৃতিতে বিশ্বাসী। সঞ্জয় পাতিল যে মন্তব্য করেছেন, তাতে শুধু আমাকে নয়, গোটা মহিলা সমাজকে অপমান করা হয়েছে।
বেলাগাভিতে হেবলকরের ছেলে মৃণাল রবীন্দ্র কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন। তাঁর মূল লড়াই বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের সঙ্গে। প্রচারে দল বদলের ইতিহাস তুলে শেট্টারকে খোঁচা দেওয়ার কৌশল নিয়েছেন রাজ্যের শিশু ও নারী কল্যাণমন্ত্রী হেবলকর।