সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এই মামলায় মোট সাক্ষী ২২ জন। সোমবার তিনজনকে নিয়ে মোট সাতজন আদালতে সাক্ষ্য দিলেন। আজ, মঙ্গলবারও মামলার শুনানির দিন ধার্য হয়েছে। মামলার সহকারী কৌঁসুলি এদিন সাংবাদিকদের জানান, জেল হেফাজতে রেখেই ধৃতের বিচার চলছে। তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মাত্র ২৫ দিনে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তার তিনদিন পর অর্থাৎ ২৮ দিনের মাথায় মামলায় চার্জ গঠন শেষ করে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। পুলিস প্রতিনিয়ত নির্যাতিতা সাতমাসের শিশুর উপর নজর রাখছে।