নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অবশেষে হাজিরা দিলেন পবন সিং। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় এর আগে দু’বার সিআইডির ডাকে হাজিরা দেননি তিনি। তৃতীয় তলবে সোমবার ভবানী ভবনে গেলেন প্রাক্তন সংসদ সদস্য অর্জুন সিংয়ের পুত্র বিধায়ক পবন সিং। তবে, এদিনও নিজেকে নির্দোষ বলে দাবি করে রাজ্য সরকারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন ভাটপাড়ার বিজেপির বিধায়ক। তিনি বলেন, আগেও এই কেসে আমাকে তদন্তকারী সংস্থা তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর বাবা (অর্জুন সিং) যখন তৃণমূলে যোগ দেন, তখন এই মামলা স্থগিত করা হয়েছিল। ফের বাবা বিজেপিতে যাওয়ার পর মামলাটি চালু হয়ে গেল। আসলে হেনস্তা করতেই এগুলি করা হচ্ছে। যে সংস্থা টেন্ডার পেয়েছিল, আমি তার ‘ইনঅ্যাক্টিভ পার্টনার’ ছিলাম। আর কিছুই জানা নেই।
যদিও পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্জুন সিং ও তাঁর বিধায়ক পুত্র তদন্তের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছেন। লক্ষ্য রাজ্য এজেন্সির উপর চাপ তৈরি করা। যদি দুর্নীতি না করে থাকেন, তাহলে টেন্ডার পেয়ে কাজ শেষ হওয়ার আগে টাকা পেলেন কী করে! দুর্নীতি না করলে ভয় কিসের?