সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বনদপ্তর সূত্রে খবর, গঙ্গার ঘাট এলাকায় বাঘ যাতে বেরতে না পারে, তারজন্য জঙ্গলের চারদিক স্টিলের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। খাঁচাবন্দি করার পর বাঘকে জঙ্গল থেকে নৌকায় তুলে খাঁড়ি পথ ধরে নদীতে নিয়ে আসা হয়। পূর্ণ বয়স্ক এই বাঘের ওজন ১২০ কেজির উপর। লম্বায় প্রায় ৯ ফুট। রবিবার মাঝরাতে স্টিলের জালে বেশ কয়েকবার আঁচড় দেওয়ার পর বাঘটি খাঁচার মধ্যে একটি ছাগলকে দেখতে পায়। এরপর একছুটে ছাগল বধ করতে গিয়ে বনকর্মীদের টোপে পা দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বন্দি হয়ে যায় দক্ষিণরায়। আটকে পড়ার পর মুহুর্মুহু গর্জনে খান খান হয় জঙ্গলের নীরবতা। এরপর বনকর্মী ও টাইগার কুইক রেসপন্স টিমের ৮০ জন সদস্য চটজলদি গোটা খাঁচা কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে গর্জন থামে বাঘের।
বাঘের গর্জন শুনে লজ থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন উৎসাহী পর্যটকরা। বাঘ দেখাই ছিল তাঁদের উদ্দেশ্য। তবে জঙ্গলের ভিতরে তাঁদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিরাটি থেকে সুন্দরবনে ঘুরতে এসেছিলেন সুপর্ণা দাস, রিঙ্কি হালদাররা। তাঁরা বলেন, সুন্দরবনে এসে বাঘের দর্শন না পেলেও গর্জনেই ষোলোকলা পূর্ণ হয়েছে। কী ভয়ঙ্কর গর্জন! গর্জন শুনেই আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। আওয়াজ শুনে ঘরে বসেই কেঁপে কেঁপে উঠছিলাম। শেষমেশ লজ থেকে বেরিয়ে এলেও বাঘমামাকে দেখার সৌভাগ্য হয়নি।
এদিকে, সোমবার সকাল হতেই গঙ্গার ঘাট এলাকায় বনকর্মীরা জাল খুলে গুটিয়ে নেন। ঘটনাস্থলে আসেন দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী এবং অতিরিক্ত বন বিভাগীয় আধিকারিক অনুরাগ চৌধুরী। গ্রামবাসীরা বনদপ্তরের কর্তাদের কাছে জঙ্গল সংলগ্ন রাস্তায় আলো ও জঙ্গলের চারদিকে শক্ত জাল লাগানোর দাবি তোলেন। আধিকারিকরাও গ্রামবাসীদের জঙ্গল সংলগ্ন রাস্তায় মরা গৃহপালিত পশু ফেলতে নিষেধ করেন। প্রসঙ্গত, একটি মরা গোরুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাঘটি। এদিন বিকেলের দিকে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে মৈপীঠের গোরের চক গ্রামে। মহিলাদের দাবি, তাঁরা বাঘটিকে জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যেতে দেখেছেন। যদিও এই দাবির সপক্ষে জোরালো সমর্থন মেলেনি। তাও খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে স্টিলের জাল লাগালেও খাঁচা পাতা হবে কি না, সে ব্যাপারে রাত পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি।