উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
এই গানের বিশেষ আকর্ষণ হল কাঠের তৈরি মুখোশ পরে রামায়ণের সপ্ত কাণ্ডের দৃশ্যগুলি তুলে ধরা। এই গান শুনতে মানুষের আগ্রহ এখনও রয়েছে। বর্ষীয়ান শিল্পী শম্ভুনাথ বসাক ও শংকর রায় জানান, পুরনো এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতিবছর শিল্পীদের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় সাতদিন ধরে এই গান পরিবেশিত হয়। কাঠের তৈরি মুখোশ পরে দলের শিল্পীরা অভিনয় করে মানুষকে আনন্দ দেন।
প্রায় ৪০ বছর ধরে রাবণের অভিনয় করে চলেছেন শিল্পী সুবলচন্দ্র রায়। রাধাকান্ত রায় অঙ্গতের ভূমিকায় অভিনয় করেন। রামের ভূমিকায় অভিনয় করেন সুভাষ রাম। দলের কণ্ঠশিল্পী এবং অভিনয়ে দর্শকদের মন জয় করেন কমলাকান্ত রায়। লোকপ্রসার শিল্পী সংগঠনের চোপড়া ব্লক সম্পাদক সুবলচন্দ্র গোপ জানান, চোপড়া ব্লকের বিভিন্ন আঙ্গিকের লোকসংস্কৃতির মধ্যে রামায়ণ রাজধারী মুখোশ বা মুখা পালা গান অন্যতম। এই গানে রামায়ণের সাতকাণ্ডের দৃশ্যগুলি গান ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। প্রাচীন এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দলের শিল্পীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।