উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
রাজ্যের বিধানসভা উপ নির্বাচনে ছ’টির মধ্যে ছ’টি আসনেই জিতেছে তৃণমূল। রবিবার তৃণমূলের জেলা কার্যালয়ের বাইরে সবুজ আবির খেলে জয়োল্লাস করে তৃণমূলের জেলা নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন রহিম বক্সি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের নানা ধরনের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে ছ’টি আসনই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে। সিপিএম নোটার থেকেও কম ভোট পেয়েছে।
এর আগেও আরজিকর কাণ্ড থেকে শুরু করে গঙ্গা ভাঙন ইস্যুতে বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল রহিম বক্সিকে। বারবার বিরোধীদের চরম হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা। যদিও বিরোধীদের দাবি, এটা তাঁর প্রচারে থাকার কৌশল।