উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
শুক্রবার থেকে বোল্লা বাসস্ট্যান্ডের পাশে জেলা তৃণমূল সহায়তা কেন্দ্র ও দলীয় মুখপত্রের স্টল খুলেছে। পুজো দিতে আসা ভক্তদের সঙ্গে কথা বলতে থাকছে জেলা নেতৃত্বও। পিছিয়ে নেই জেলা বিজেপিও। জনসংযোগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার হেঁটে বোল্লা মন্দিরে যান। দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল নেতা অম্বরীষ সরকার বলেন, প্রথম দিন থেকে সহায়তা কেন্দ্র খুলে ভক্তদের পাশে দাঁড়িয়েছি। জেলার সমস্ত নেতৃত্ব, জনপ্রতিনিধিরা সহায়তা কেন্দ্রে বসে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন ও সমাধান করেছেন। সুকান্তবাবুর দল ৬টি বিধানসভায় হারার পর মনে পড়েছে বোল্লার কথা। সেজন্য তৃণমূলের দেখানো পথে শনিবার বোল্লায় সহায়তা কেন্দ্র খুলেছেন। এপ্রসঙ্গে সুকান্ত বলেন, জেলা তথা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুজো ও মেলা হয় বোল্লায়। পুজো দিয়ে মেলায় জনসংযোগ করেছি। ভক্তদের জন্য সহায়তা কেন্দ্র খুলে কর্মীরা কাজ করছেন।