উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম যদু মণ্ডল (৩০), মহম্মদ আলাউদ্দিন শেখ (২৮) ও মহম্মদ শাহাবাজ আনসারি (২৪)। ধৃতদের মধ্যে যদু ও আলাউদ্দিনের বাড়ি কালিয়াচক থানা এলাকার ভোলাইচল এবং দক্ষিণ লক্ষ্মীপুরে। শাহাবাজ ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা।
ব্রাউন সুগার পাচার কাণ্ডে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। এর আগে একাধিকবার উত্তর-পূর্ব ভারতের যোগসূত্র পেয়েছে পুলিস। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল মালদহ আসত। এবার পাশের রাজ্য ঝাড়খণ্ডের যোগ পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। আন্তঃরাজ্য ব্রাউন সুগার চক্র অনেক সময় ব্রাউন সুগার তৈরির জন্য চোরাপথে মালদহে কাঁচামাল সাপ্লাই করে থাকে। সেক্ষেত্রে কালিয়াচকের বিভিন্ন গোপন ডেরায় ব্রাউন সুগার তৈরি করা হয়। ইতিমধ্যে বেশকিছু গোপন ডেরায় হানা দিয়েছে মালদহ জেলা পুলিস। ব্রাউন সুগার তৈরির জন্য মালদহ থেকে শ্রমিকদের ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলেও পুলিস সূত্রে খবর। এদিন ইংলিশবাজারে ধৃতদের নাম রহমত আলি ও মহম্মদ কামাল হোসেন। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে বিহারের এক ডিলারের কাছে ব্রাউন সুগার সরবরাহ করা হচ্ছিল।