মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
মাধ্যমিকের জেলা পরীক্ষা আহ্বায়ক বিপ্লব গুপ্ত বলেন, প্রশাসনিক বৈঠকে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কালিয়াচকের সুজাপুর, জালালপুর মোড় সহ ইংলিশবাজার শহরের রথবাড়ি, ৪২০ মোড়ে যানজট এড়াতে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বৈঠকগুলিতে বিভিন্ন পরিবহণ ইউনিয়নের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরীক্ষার দিনগুলিতে বাস সহ অন্যান্য যানবাহনের পরিষেবা সচল রাখার জন্য তাঁদের অনুরোধ করা হয়।
মালদহের ডিএসপি (ট্রাফিক) অশোক মণ্ডল বলেন, মাধ্যমিক নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর কালিয়াচক থেকে গাজোল পর্যন্ত পুলিসি নজরদারি থাকবে। মোবাইল স্কোয়াড ও ফ্লাইং স্কোয়াড থাকবে। রাস্তার মোড়ে মোড়ে সিভিক ভলান্টিয়ারদের রাখা হবে। শহরেও নজরদারি চলবে। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিটু প্রভাবিত মালদহ জেলা ব্যাটারি চালিত রিকশ অপারেটারর্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মিন্টু চৌধুরী বলেন, মাধ্যমিকের দিনগুলিতে বিশেষ পরিষেবা প্রদানের ব্যাপারে আমরা আলোচনা করছি। শুক্রবার সন্ধ্যায় একটি বৈঠক ডাকা হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকরাও বাড়ি থেকে বের হন। ছেলেমেয়েদের সঙ্গে তাঁরাও পরীক্ষা কেন্দ্রে যান। ফলে সকাল ও বিকেলে রাস্তায় বহু মানুষ থাকে। জেলার জনবহুল জায়গাগুলিতে এমনিতেই বছরের বিভিন্ন সময়ে যানজট লেগে থাকে। ফলে অনেকেই সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না। পরীক্ষার সময় যানজটের কবলে কেউ আটকে পড়লে ভবিষ্যত অনিশ্চিত হতে পারে। ফলে পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেদিকে সকলের খেয়াল রাখা উচিত। বাসের পাশাপাশি ছোট চারচাকার গাড়ি, বাইক, সাইকেলেও বহু পরীক্ষার্থী যাতায়াত করে। বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব অনেকেরই বেশি থাকে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের হাতে কিছুটা সময় নিয়ে বের হতে হয়। এবারও পরীক্ষার্থীরা যাতে কিছুটা অতিরিক্ত সময় হাতে রাখে, তা দেখার জন্য অভিভাবকদের কাছে পুলিসের তরফে অনুরোধ করা হয়েছে। রাস্তায় বের হয়ে কোনওরকম সমস্যা হলে স্থানীয় থানায় যোগাযোগ করা যেতে পারে।
মালদহের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) অর্ণব চট্টোপাধ্যায় বলেন, রেল সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা বৈঠক করেছি। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব জেলাশাসক ও পুলিস সুপারদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের ব্যাপারে সবরকম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।