শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ১.৭৬ লক্ষ কোটি টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকার। তা ব্যবহার করা হচ্ছে কর্পোরেটদের স্বার্থে। বরং এই বিপুল পরিমাণ অর্থকে পাবলিক ইনভেস্টমেন্ট কর্মসূচিতে ব্যবহার করা উচিত। তাহলে অন্তত দেশে বেকারত্ব কমে কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।’ এমনিতেই দেশের অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে কেন্দ্র বিরোধিতায় আগামী ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে সিপিএম, সিপিআই সহ পাঁচটি বাম দল। শুধু তাই নয়।
কেন্দ্র বিরোধী একই ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর পার্লামেন্ট স্ট্রিটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দেশের ১০টি ডান-বাম শ্রমিক সংগঠন। দেশের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার টাকা করার দাবির পাশাপাশি সকলের জন্য পেনশনের ইস্যুতেও রাস্তায় নামছেন সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির নেতারা। একইসঙ্গে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদও বিক্ষোভ সমাবেশে করবে শ্রমিক সংগঠনগুলি। এবার তার সঙ্গেই কেন্দ্রের মোদি সরকারের এই কর্পোরেট করে ব্যাপক ছাড়ের সিদ্ধান্তের প্রতিবাদেও শামিল হতে চলেছে তারা।