শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বাপেক্ষা কম কর্পোরেট ট্যাক্সের দেশ হিসেবে পর্যবসিত হল ভারত। সুতরাং এরপর দেশি-বিদেশি সংস্থার পক্ষে লগ্নির ক্ষেত্রে ভারতই হতে চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যতম প্রধান ভরকেন্দ্র।
এবার বাজেটে ঘোষিত একের পর এক কর্পোরেট ট্যাক্স চাপানোর সিদ্ধান্ত থেকে বাজেটের একমাসের মধ্যেই সরে আসছে কেন্দ্রীয় সরকার। কারণ আর্থিক মন্দা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক সঙ্কটের মোকাবিলায় আরও বেশি শিল্পবান্ধব বার্তা দিতে বিগত একমাস ধরে নানাবিধ ঘোষণা করছেন। কর্পোরেটের জন্য সুপার রিচ ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এফডিআই দরজা খোলা হচ্ছে একাধিক সেক্টরে। রিয়েল এস্টেটের জন্যও ২০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক তহবিল তৈরি হয়েছে। সেই টাকায় বন্ধ হয়ে থাকা আবাসন সমাপ্ত করা হবে।
এই গোটা কর্পোরেট ট্যাক্স ছাড়ের সিদ্ধান্ত আজ নেওয়ার পর ১৯৬১ সালের আয়কর আইনের সংশোধনীতে অর্ডিন্যান্স আনতে হবে। এই একের পর এক প্যাকেজ ঘোষণার কারণ চরম আর্থিক মন্দা। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মাত্র ৫ শতাংশ জিডিপি বৃদ্ধি হার সবথেকে বেশি উদ্বেগে রেখেছে সরকারকে। লগ্নি একপ্রকার স্তব্ধ। ম্যানুফ্যাকচারিং শিল্পে বৃদ্ধির হার প্রায় ১ শতাংশেরও নীচে। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নতুন করে বাড়তে থাকায় আশঙ্কা বেড়েছে। পেট্রল-ডিজেলের ঊর্ধ্বগামী দাম মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। এরকমই সময়ে আর্থিক সঙ্কট থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা সন্ধান করছে সরকার। সেই লক্ষ্যেই একের পর এক ঘোষণা। এর আগে চারবার নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ ঘোষিত হল পঞ্চম দাওয়াই। আশা করা হয়েছিল আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে অটো মোবাইল সেক্টরের জিএসটি কিছুটা কমানো হবে। অটো মোবাইল শিল্পকে চাঙ্গা করার জন্য। কিন্তু আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বদল ঘটেনি রাজ্যগুলির প্রাপ্য ক্ষতিপূরণ সেসেরও।