গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (পিটিআই): এনআরসির বিরোধিতায় শুক্রবার অসমজুড়ে ১২ ঘণ্টার বন্ধ পালন করা হয়। অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন (একেআরএসইউ)-এর ডাকা ওই বন্ধে এদিন স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ওই ছাত্র সংগঠনের বহু সদস্যের নাম চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ গিয়েছে। তার প্রতিবাদ জানিয়েই একেআরএসইউ এদিন ১২ ঘণ্টা বন্ধ পালন করে। সরকারি সূত্রে অবশ্য জানানো হয়েছে, বন্ধের জেরে রাজ্যের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও নলবাড়ি জেলার কৌলি এলাকায় বন্ধ সমর্থকরা এনআরসির এক কর্তা প্রতীক হাজেলার কুশপুতুল পোড়ায়। এছাড়া কোচ রাজবংশী অধ্যুষিত মোরিগাঁও, কোকরাঝাড়, চিরাং, বক্সা, নলবাড়ি, নগাঁও এবং শিবসাগর জেলার প্রায় সব দোকান, ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস বন্ধই ছিল। এর পাশাপাশি বেসরকোরি গাড়িও রাস্তায় খুব বেশি দেখা যায়নি। তবে রাজ্যের অন্যতম শহর গুয়াহাটিতে এই বন্ধের সেরকম প্রভাব পড়েনি বলে খবর।
এদিকে অসমের এনআরসির পক্ষে এদিন ফের জোর সওয়াল করলেন বিজেপি মুখপাত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন। এদিন তিনি কড়া ভাষায় এনআরসি বিরোধীদের সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের দেশ কোনও ধর্মশালা নয়। যেখানে যে কেউ ঢুকে যতদিন ইচ্ছা থাকতে পারে। বিশ্বের সব প্রান্তের মানুষই ভারতে আসতে পারেন। তাদের কাউকেই বাধা দেওয়া হবে না। কিন্তু তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে। ভিসার মেয়াদপেরিয়ে গিয়েও তারা থাকতে পারবেন না।’