উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
এদিন বাসন্তীর জয়গোপালপুরে আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিফরি) এই দিবস পালন করে। এবছরের থিম ছিল ‘জীবপূর্ণ হোক জলীয় আবাস’। মূলত জলজ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে ক্ষুদ্র-পরিসরে মৎস্যচাষের অপরিহার্যতাকে তুলে ধরা হয়েছে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পূর্ণেন্দু বিশ্বাস, আইজিএফ ডেনমার্কের চেয়ারম্যান গণেশ সেনগুপ্ত, সিফরির ডিরেক্টর বসন্তকুমার দাস প্রমুখ। ডেনমার্ক থেকে এসেছিলেন নেইলস বো কার্লসন। মৎস্যচাষি, বিজ্ঞানী, দপ্তরের আধিকারিক, পড়ুয়া, এনজিও’র প্রতিনিধিদের নিয়ে একটি পথযাত্রারও আয়োজন করা হয় এদিন।
বিধাননগরের নলবনেও ছিল অনুষ্ঠান। এছাড়া একাধিক জায়গায় মৎস্য দিবস পালন অনুষ্ঠানে অংশ নেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।