উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, শহরকে আরও গতিশীল করতে যোগাযোগ ব্যবস্থা ভালো করা প্রয়োজন। তারজন্য পরিকাঠামোগত উন্নয়ন জরুরি। সেই লক্ষ্যে আমরা শহরের ১৪ কিলোমিটার রাস্তা সংস্কার অথবা নতুন তৈরির সিদ্ধান্ত নিই। তারমধ্যে পিচ ও কংক্রিট উভয় প্রকার রাস্তা রয়েছে। সেইমতো রাজ্য পুরদপ্তরের ডিপিআর সহ প্রস্তাব পাঠানো হয়েছিল। শহরের ২৪টি ওয়ার্ডেই কমবেশি রাস্তা ওই তালিকায় রয়েছে। সেইমতো পুরদপ্তর সাত কোটি টাকা মঞ্জুর করে। আমরা দ্রুততার সঙ্গে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করি। ঠিকাদারদের ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়। কিন্তু, কাজ শুরু করা যাচ্ছে না। কারণ রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার জন্য দৈনিক শহরের কোনও না কোনও রাস্তা খনন করা হচ্ছে। একটি সংস্থা ওই কাজ করছে। তাদের বারবার ডেকে পাঠানো হলেও আলোচনায় বসছে না। দু-একদিনের মধ্যে ফের তাদের ডেকে পাঠানো হবে। চলতি সপ্তাহেই এর একটা হেস্তনেস্ত করা হবে। তাদের কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, সেই বিষয়টি জানতে চাওয়ার পাশাপাশি পুরসভাকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার জন্যও বলা হবে। শহরের উন্নয়ন কোনওভাবে যাতে ব্যাহত না হয় তা দেখা হচ্ছে। শীতকালের মধ্যে কাজ শেষ করারও উদ্যোগ নেওয়া হবে।
ওই সংস্থার এক কর্মী বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্যই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরফলে গৃহস্থ অনেক সস্তায় গ্যাস পাবে। বাঁকুড়া শহরের বেশকিছু ওয়ার্ড অত্যন্ত ঘিঞ্জি। সেই কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করছি। আধিকারিকরা বিষয়টি নিয়ে পুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।