উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ২০১৯ সালে আমরা উপনির্বাচনে চারটি আসনে জিতেছিলাম। তারপর আর জিততে পারিনি। সাধারণ নির্বাচন হলে আলাদা কথা। উপনির্বাচনে তৃণমূল ভোট করতে দেয় না। মানুষ ভোট দিতে যেতে ভয় পায়। তাই একতরফা শাসকের পক্ষে ভোট হয়।
বিজেপির সংগঠনের বিষয়ে দিলীপবাবু বলেন, পার্টির সদস্য হচ্ছে। নতুন কমিটি হবে। নতুন নেতৃত্ব আসবে। ডিসেম্বরের পর থেকে আমরা ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দেব। জন বার্লা প্রসঙ্গে বলেন, উনি যদি তৃণমূলে যেতে চান, কেউ আটকাতে পারবে না। কিন্তু দল তাঁকে নিয়ে এসে সাংসদ, মন্ত্রী করেছে। সম্মান দিয়েছে। টিকিট দেয়নি বলে ওঁর খারাপ লেগেছে। আমাকেও তো এখান থেকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়। আমি লড়েছি। এখন কর্মী হিসেবে সংগঠনের কাজ করছি। দলে নিজেদের ইচ্ছেমতো কিছু হয় না। দল তার সুবিধামতো কাজ করে। সবার জন্য ভাবে। তারপর ভুল বা ঠিক সিদ্ধান্ত হয়।