উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, সূর্যকান্তর বাড়িতে কালীপুজো চলছে। সেই উপলক্ষ্যে কয়েকদিন আগে তিনি বাড়ি আসেন। শনিবার ঘটোত্তলনের পর রবিবার মামাবাড়িতে দিদাকে আনতে বাইকে চেপে কাঁথির দিকে যাচ্ছিলেন সূর্যকান্ত। সেইসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে দ্রুতগতির বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সূর্যকান্ত বাইকসহ ছিটকে পড়লে ট্যাঙ্কারটি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি সামাল দেয়। পুলিস দুর্ঘটনাগ্রস্ত তেল ট্যাঙ্কার এবং বাইকটি আটক করেছে।
শনিবার রাতে এগরার ডোমপুকুর বাসস্টপে কাঁথি-বেলদা সড়কে দুর্ঘটনায় মৃতের নাম তাপস রানা(২৭)। তাঁর বাড়ি এগরার আলংগিরি এলাকায়। তিনি এগরা শহরে একটি জুয়েলারি দোকানে কাজ করতেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে চেপে শনিবার রাতের দিকে তিন যুবক এগরা থেকে বালিঘাইয়ের দিকে আসছিলেন। ডোমপুকুরের কাছে অত্যন্ত দ্রুতগতিতে থাকা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চারচাকা গাড়িতে ধাক্কা মারে। বাইক সহ ছিটকে পড়েন তিনজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক তাপসকে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়। পথেই তিনি মারা যান। বাকি দুই যুবককে ওড়িশার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিস দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি আটক করেছে।