নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
গত ম্যাচে ওপেনার উইল ইয়ং ও টম লাথাম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কনওয়ে, উইলিয়ামসনরা যদি রানে ফেরেন, তাহলে কঠিন পরীক্ষায় পড়বেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। পেসার উইলিয়াম রৌরকি, ম্যাট হেনরিরা নতুন বলে বিপজ্জনক। বল একটু পুরনো হলে স্পিনের ভেল্কি দেখাতে পারেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার।