সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আগামী ১৭ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। যুবভারতীতে খালিদের দলকে ৩-০ গোলে হোয়াইটওয়াশ করে মোলিনা ব্রিগেড। তবে লড়াই এবার বেশ কঠিন। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছেন তোরো, জাভি, জর্ডন মারেরা। ঘরের মাঠে মোহন বাগানের জয়রথ থামাতে মরিয়া খালিদ। এরপর চেন্নাইয়ানের মুখামুখি হবে পালতোলা নৌকো। যুবভারতীতে গ্রেগ স্টুয়ার্টের ছোট্ট স্পেল আওয়েন কোয়েলের দলকে তছনছ করে দেয়। ব্রাজিলিয়ান এলসিনহো না থাকায় মাঝমাঠে আগের চেয়েও ছন্নছাড়া। এবারও নোটবুকে তিন পয়েন্টে টিক চিহ্ন দিতে চান মোলিনা। প্রজাতন্ত্র দিবসের পরদিন ধুন্ধুমার লড়াই। মোহন বাগানের প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরু এফসি। শেষ দুই ম্যাচ হেরে সুনীলরা বেশ দিশাহারা। তার উপর গোলরক্ষর গুরপ্রীতের কাছে অভিশপ্ত যুবভারতী। গার্ডেন সিটির দলকে হারাতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকটাই এগবে মোলিনার দল। প্রথম পর্বে কান্তিরাভায় ০-৩ ব্যবধানে হারের জ্বালা এখনও টাটকা। নতুন বছরের প্রথমেই বদলা নেওয়ার সুযোগ স্প্যানিশ কোচের সামনে।
ফেব্রুয়ারিতে আরও চারটি ম্যাচ খেলবে মোহন বাগান। প্রথম প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। কোনদিন কাসিমভরা জ্বলে উঠবেন কেউ জানেন না। তবে ওজনের বিচারে মোহন বাগানই এগিয়ে। অন্যদিকে, ভালো শুরু করেও চোট আঘাতে বিপর্যস্ত পাঞ্জাব এফসি। দিল্লিতে মোহন বাগানের বিরুদ্ধে লিড নিয়েও পরাস্ত হন ভিদালরা। নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থ ম্যানেজমেন্ট। বরং অ্যাওয়ে ম্যাচে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে পারে কেরল ব্লাস্টার্স। প্রীতম, নোয়া, গিমিনেজ, লুনারা আইএসএলের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল। কলকাতায় আলবার্তোর শেষ মুহূর্তের জাল কাঁপানো শট মোলিনা ব্রিগেডকে উতরে দেয়। তবে কোচিতে মোহন বাগানের রেকর্ড বেশ ভালো। গতবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ ব্যবধানে ম্যাচ জেতে হাবাসের দল। মার্চের শুরুতে মুম্বই এরিনায় ছাংতেদের বিরুদ্ধে খেলবেন কামিংসরা। গোটা ভারতে দাপট দেখালেও মুম্বইতে ট্র্যাক রেকর্ড বেশ খারাপ মোহন বাগানের। তবে অন্যবারের তুলনায় এই মুম্বই অনেকটাই দুর্বল। এরপর ৮ মার্চ কলকাতায় মোহন বাগান বনাম গোয়া ম্যাচ। সন্দেশ ঝিংগানের অন্তর্ভুক্তিতে গোয়া অনেক ব্যালান্সড। ফাতোরদায় ২-১ গোলে জেতেন সাদিকুরা। ফিরতি ম্যাচে পাল্টা দেওয়ার সুযোগ। মোহন বাগান কোচ হোসে মোলিনার পরিকল্পনা ফুটবলাররা মাঠে বাস্তবায়িত করতে পারলেই দোলের আগে সবুজ-মেরুন আবিরের বিক্রি অবশ্যই চোখ টানবে।