সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
ওলিম্পিকস শেষ হওয়ার আগেই পদকের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আমেরিকান স্কেটবোর্ডার নাজাহ হুস্টন অভিযোগ করেছিলেন, তাঁর পদকের রং চটতে শুরু করেছে। সুগন্ধির শহরে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ বছর পার হওয়ার আগে সেই সংখ্যাটা একশো ছাড়িয়েছে। সম্প্রতি ফরাসি সুইমার ইয়োহান নিদোয়ে ব্রোউড সোশ্যাল মিডিয়ায় মেডেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কুমিরের চামড়ার মতো দেখতে।’ স্বাভাবিকভাবেই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামতে হয়েছে আয়োজক কমিটিকে। উল্লেখ্য, মনি ডে প্যারিস নামক এক সংস্থা ওলিম্পিকসের পদক বানিয়েছিল। ব্যবহৃত হয় ঐতিহাসিক আইফেল টাওয়ারের ধাতু। আশঙ্কা, সেই কারণেই পদকগুলির রং চটছে। মনি ডে প্যারিস সংস্থার সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই ত্রুটিযুক্ত পদক বদলে দেওয়ার কাজও শুরু করে দিয়েছে আইওসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ত্রুটিযুক্ত পদক নিয়মমাফিক বদলানো হয়। নতুন মেডেলেও একই স্মারক থাকবে। আমাদের কাছে পদকের ত্রুটি নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। সেগুলি বদলানোর প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।’ ভারতীয় শ্যুটার মানু ভাকের ও স্বপ্নিল কুশালের ওলিম্পিক মেডেলও বিবর্ণ হয়েছে। মানু পদক বদলের আবেদন করলেও, স্বপ্নিল সেই পথে হাঁটছেন না।