সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এই সময় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচ বন্ধ করে নতুন ক্যামেরা লাগানোর নির্দেশ দেন আম্পায়ার। তারপর ফের শুরু হয় ম্যাচ। এবং শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করেন মেডভেডেভ। তাঁর পক্ষে খেলার ফল ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২। তবে এই ঘটনায় বড়সড় অর্থিক জরিমানার মুখে মেডভেডেভ। তাঁর এই আচরণ ভালো চোখে নেয়নি উদ্যোক্তারা।
বিতর্ক তৈরি হয়েছে প্রযুক্তি নিয়েও। সোমবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এ.আই) সিস্টেমের জন্যই ম্যাচ হেরেছেন বলে অভিযোগ করেন ডমিনিক কয়েফার। উল্লেখ্য, গত মরশুম থেকে অস্ট্রেলিয়ান ওপেনে চালু হয়েছে এই প্রযুক্তি। এর কাজ, সার্ভিসের সময় রিসিভার সঠিক জায়গায় দাঁড়িয়েছেন কিনা সেটা নজরে রাখা। তবে মাঝে মাঝেই সিস্টেমের জন্য তৈরি হচ্ছে বিভ্রান্তি।
এদিকে, পুরুষদের ডাবলস থেকে বিদায় নিলেন ভারতের রোহন বোপান্না। গত বছর অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে এই শিরোপা জিতেছিলেন তিনি। এবার কলম্বিয়ার নিকোলাস ব্যারিয়েস্টোর সঙ্গে খেলতে নামেন রোহন। এদিন স্ট্রেট সেটে তাঁদের ছিটকে দিলেন স্পেনের জুটি পেড্রো মার্টিনিজে ও জাউমে মুনের। তাঁরা জেতেন ৫-৭, ৬-৭ (৫-৭) সেটে।