সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
লগ্নিকারী সংস্থার সঙ্গে কর্তাদের ঠান্ডা লড়াই চলছেই। বেতন বিতর্ক নতুন নয়। লগ্নিকারী সংস্থার দাবি, তাঁরা প্রাপ্য শেয়ার এখনও পাননি। স্রেফ প্রতিশ্রুতির কুমীর ছানা দেখানো হচ্ছে। এভাবে টাকা লগ্নি করা জলে ফেলার শামিল। অন্যদিকে ম্যানেজমেন্টে মুষলপর্ব দেখে ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। আই লিগ জিতে আইএসএলে পা রাখে গর্বের মহমেডান। অথচ টিম ম্যানেজমেন্টের ব্যর্থতায় ভুগতে হচ্ছে হাজার হাজার সমর্থকককে। এর দায় কার?
সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।