সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
হাওড়ার আন্দুলের খটিরবাজার সর্দারপাড়ার উর্মিশা আট বছর বয়স থেকেই স্থানীয় এক প্রশিক্ষকের কাছে ক্যারাটে শিখছে। সে বর্তমানে বেগড়ি হাইস্কুলের একাদশ শ্রেণিতে পড়ে। এই খেলায় ইতিমধ্যেই ব্ল্যাক বেল্ট পেয়েছে সে। বেশ কিছু প্রতিযোগিতায় একাধিক পদকও জয় করেছে উর্মিশা। মধ্যমগ্রামের স্কাউট গার্ডেনে ২৬ তম বঙ্গভূমি কাপের আয়োজন করেছিল জেটিকান শিটর্যু ক্যারাটে ডু নামের একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালয়েশিয়ার মোট ৬০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এতে। অনূর্ধ্ব সতেরোর ‘কাতা’ ও ‘কমি’— এই দুই বিভাগে অন্যান্যদের পিছনে ফেলে প্রথম হয়ে জোড়া স্বর্ণপদক জিতেছে উর্মিশা। পাশাপাশি দাশনগর চপলাদেবী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কাজি সম্প্রীতিও ‘কাতা’ ও ‘কমি’ বিভাগে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।
উর্মিশার প্রশিক্ষক পূজা প্রামাণিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ও আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। এখন আবার বিচারকের ভূমিকাও পালন করে বেশ কিছু প্রতিযোগিতায়। ও আরও এগিয়ে যাক।’
উর্মিশার বাবা অরবিন্দ দাস বাঁকড়া বাজারে থান কাপড়ের ব্যবসা করেন। তিনি বলেন, ‘মেয়ে যেন একদিন দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। ওকে দেখে সাধারণ ঘর থেকে আরও মেয়েরা এগিয়ে আসুক।’