কলকাতা, ১৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার কিছুতেই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এর জেরেই কি এবার ক্রিকেটারদের উপর কোপ পড়তে চলেছে? সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিদেশ সফর নিয়ে শীঘ্রই বিসিসিআই নয়া নিয়ম আনার কথা ভাবছে। রিপোর্টে বলা হয়েছে, আগামী দিনে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা হয়তো পুরো সময়ের জন্য থাকতে পারবেন না। তাঁরা কতদিন থাকতে পারবেন তা সফরের সময়কাল অনুযায়ী নির্ধারণ করা হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবকটি ম্যাচেই মাঠে দেখা গিয়েছিল বিরাট কোহলির স্ত্রী এবং লোকেশ রাহুলের স্ত্রীকে। তবে এখানেই শেষ নয়, ক্রিকেটারদের এবার বাধ্যতামূলকভাবে একসঙ্গে দলের বাসে যাতায়াত করার নিয়মও চালু করা হতে পারে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিকবার কোহলিকে দলের বাসে না গিয়ে আলাদাভাবে যাতায়াত করতে দেখা গিয়েছিল। খেলোয়াড়দের সেই সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে চাইছে বিসিসিআই। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পরই কি একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণের পথে ভারতীয় বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। তবে বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।