সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
গতবার ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের তিন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবট সুযোগ পাননি। আসলে ওয়ার্নার অবসর নিয়েছেন। বাকি দুই ক্রিকেটার আনফিট। পরিবর্তে বিগ ব্যাশ লিগে দারুণ ফর্মে থাকা ম্যাট শর্ট ও অ্যারন হার্ডির উপর ভরসা রাখা হয়েছে। ওয়ার্নার অবসর নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত রান করছেন শর্ট। অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে ম্যাচ জেতানো সেঞ্চুরিও হাঁকিয়ে ছিলেন তিনি। সেই সুবাদে নির্বাচকদের নজরে আসেন এই উদীয়মান ব্যাটসম্যান। বিগ ব্যাশে ভালো খেলার ফলে ১৫ জনের স্কোয়াডে আছেন নাথান এলিসও। তবে কোর টিম নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেননি নির্বাচকরা। ব্যাটিংয়ে ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা আছেন।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, অ্যারন হার্ডলে, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।