সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরে ওঠাই তাঁর লক্ষ্য। তবে শেষ পর্যন্ত ওই আসরে তাঁকে পাওয়া নিয়ে ধন্দে নির্বাচকরা। ভারতীয় স্কোয়াড ঘোষণা করার ক্ষেত্রে অজিত আগরকরের নির্বাচকমণ্ডলীর বিলম্বের প্রধান কারণ এটাই। বুমরাহর চোটের অবস্থা আর একটু বুঝে নিয়ে দল নির্বাচনে বসতে চাইছেন তাঁরা। একই কথা প্রযোজ্য কুলদীপ যাদবের ক্ষেত্রেও। কুঁচকিতে চোট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার। তাঁর অস্ত্রোপচার হয় জার্মানিতে। তিনিও এখন রিহ্যাব করছেন এনসিএ’তে। তবে জানুয়ারির শেষে তাঁর ফিট হয়ে ওঠার কথা।
এছাড়াও স্পিনার হিসেবে দলে আসার লড়াইয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। এই তিনজনই অলরাউন্ডার। ব্যাটিং গভীরতা বাড়ানোর ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ। আর পেসার হিসেবে দলে নিশ্চিত দেখাচ্ছে মহম্মদ সামি ও মহম্মদ সিরাজকে। বুমরাহ যদি খেলতে না পারেন, তবে অর্শদীপ সিং হয়তো আসবেন স্কোয়াডে। হার্দিক পান্ডিয়া খেলবেন তৃতীয় পেসার হিসেবে। কোচ গৌতম গম্ভীর চাইছেন নীতীশ রেড্ডিকে। তাঁর উপস্থিতি ব্যাটিং-বোলিং উভয় বিভাগকেই শক্তিশালী করবে।