সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপ্রতিরোধ্য নোয়া সাদিউ। ওড়িশার বিরুদ্ধে কেরল ব্লাস্টার্সকে জেতালেন মরক্কান ফুটবলার। সোমবার কোচিতে রুদ্ধশ্বাস ম্যাচে লোবেরা ব্রিগেডকে ৩-২ গোলে বশ মানায় কেরল। ম্যাচের ৪ মিনিটে জেরির গোলে এগিয়ে যায় ওড়িশা (১-০)। দ্বিতীয়ার্ধ পরের পর নাটক। ৬০ মিনিটে কেরলকে সমতায় ফেরান পেফরা (১-১)। ৭৩ মিনিটে মোর্তাদা ফলকে টপকে জাল কাঁপান গিমিনেজ (২-১)। এর সাত মিনিট পরেই ওড়িশার পালা। এক্ষেত্রে জটলা থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ ডোরিয়েলটনের (২-২)। কিন্তু সংযোজিত সময়ে নোয়ার শট ডিপ করে গোলে প্রবেশ করে (৩-২)। হারের পর ১৬ ম্যাচে ওড়িশার পয়েন্ট ২১। আপাতত সপ্তম স্থানে তারা। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট কেরলের।