সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এদিন সকলের নজর ছিল জকোভিচের দিকে। পুরুষদের সিঙ্গলসে এবার সপ্তম বাছাই হিসেবে খেলছেন তিনি। সার্বিয়ান মহাতারকা প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামা নিশেষ বাসবরেড্ডির। শুরুতেই চমক দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী তরুণ। দুরন্ত নেট প্লে ও কোর্ট মুভমেন্টে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকারকে বেশ বেকায়দায় ফেলেছিলেন নিশেষ। জিতে নেন প্রথম সেট। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সেই ধাক্কা সামলে নেন জকোভিচ। পরের তিনটি সেট অনায়াসে জিতে পৌঁছে যান দ্বিতীয় রাউন্ডে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২। সার্বিয়ান মহাতারকার সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। কারণ পরের ম্যাচগুলিতে হেভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাঁকে। সেখানে ফিটনেস অনেকটাই বাধা হয়ে দাঁড়াতে পারে জকোভিচের পক্ষে।
আলকারাজ অবশ্য বুঝিয়ে দিলেন অধরা মাধুরী লাভের লক্ষ্যে প্রস্তুত হয়েই মেলবোর্নে পা রেখেছেন তিনি। আলেকজান্ডার সেভচেঙ্কোর বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতে তারই বার্তা দিলেন তৃতীয় বাছাই স্প্যানিশ তারকা। তাঁর পক্ষে ফল ৬-১, ৭-৫, ৬-১। সেভচেঙ্কোর বিরুদ্ধে প্রথম ও তৃতীয় সেটে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন আলকারাজ। দ্বিতীয় সেটে সামান্য লড়াই হলেও ম্যাচের দখল কখনও হারাননি তিনি। শীর্ষ বাছাই জানিক সিনারও স্ট্রেট সেটে হারালেন নিকোলাস জেরিকে। তিনি জেতেন ৬-৭ (২-৭), ৬-৭ (৫-৭), ১-৬ সেটে।
মহিলাদের সিঙ্গলসে স্ট্রেট সেটে জয় পেলেন ইগা সুইয়াটেক। চেক প্রজাতন্ত্রের কাটরিনা সিনিয়াকোভাকে ৬-৩, ৬-৪ সেটে হারালেন দ্বিতীয় বাছাই তারকা। তৃতীয় বাছাই কোকো গফও শুরুটা ভালোই করলেন। মার্কিন প্রতিদ্বন্দ্বী সোফিয়া কেনিনকে ৬-৩, ৬-৩ সেটে বশ মানালেন তিনি। এছাড়াও দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন নাওমি ওসাকা।