সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বড় ম্যাচে চোট পেয়েছিলেন আপুইয়া। তাই সোমবার অনুশীলনে এলেও মিজো মিডিওকে বিশ্রাম দেওয়া হয়। তবে দলীয় সূত্রের খবর, চোট গুরুতর নয়। মঙ্গলবার বল পায়ে প্রস্তুতিতে নামবেন তিনি। অনিরুদ্ধ থাপা এখন বিশ্রামে। জামশেদপুর ম্যাচে তো বটেই, পরের চেন্নাইয়ানের বিরুদ্ধেও অনিশ্চিত তিনি। বাকিরা এদিন অনুশীলন সারলেন। উইং প্লে’র মহড়ায় মনবীর, লিস্টন, ম্যাকলারেন ও কামিংসকে ডেকে নেন মোলিনা। তবে এদিন রক্ষণের ফুটবলারদের উপরেই বেশি নজর দেন স্প্যানিশ কোচ। আসলে গোলের ছন্দে থাকা জর্ডন মারে, জাভি হার্নান্ডেজদের ফর্ম চিন্তায় রেখেছে হোসে মোলিনাকে।
এদিকে, ১৫ জানুয়ারির ক্রিকেট ডে’র সূচনা নিয়ে সাজসাজ রব মোহন বাগান তাঁবুতে। শেষ মুহূর্তে প্রস্তুতি চরমে। জানা গিয়েছে বিকেল তিনটেয় ক্রিকেটের নতুন পরিকাঠামোর উদ্বোধন করবেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি। এরপর প্রয়াত চুনী গোস্বামীকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তাঁর স্ত্রী বাসন্তী দেবী। এছাড়া প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের সংবর্ধনা দেবেন সবুজ-মেরুন কর্তারা।