উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
মাদ্রিদ: তিন বছর পর ফের একবার লা লিগায় লিড নিয়েও সেলতা ভিগোকে হারাতে ব্যর্থ বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে দু’গোলে এগিয়ে থেকেও রক্ষণের ব্যর্থতায় ২-২ গোলে ড্র করল হান্স ফ্লিক ব্রিগেড। ম্যাচের শুরুতেই বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবার্ট লিওয়ানডস্কি। তবে ৮২ মিনিটে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই ম্যাচে নাটকীয়ভাবে লড়াইয়ে ফেরে সেলতা ভিগো। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে এক মিনিটের ব্যবধানে দু’গোল করে হার বাঁচায় তারা। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে আলফান্সো গঞ্জালেস ও হুগো আলভারেজ। উল্লেখ্য, ২০২১ সালে সেলতা’র বিরুদ্ধে তিন গোলে লিড নিয়েও পয়েন্ট খোয়াতে হয়েছিল বার্সাকে। ড্র করলেও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে সেলতা।
আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে রিয়াল সোসিদাদের কাছে হারতে হয়েছিল বার্সাকে। শনিবার তাই জয়ে ফিরতে মরিয়া ছিল কাতালন ক্লাবটি। চোটের কারণে এদিন দলে ছিলেন না লামিনে ইয়ামাল। তরুণ এই ফুটবলারের অভাব বারবার টের পেলেন কোচ হান্স ফ্লিক। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রেস্টের মুখোমুখি হবে বার্সা। তার আগে দলের রক্ষণের দুর্বলতা কাটিয়ে ওঠাই লক্ষ্য বার্সা কোচের।