উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
দলের এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ কোচ পেপ। তিনি জানান, ‘এই হার মেনে নেওয়া মুশকিল। এই মূহূর্তে জয় কিংবা হার নিয়ে ভাবছি না। বরং এই খারাপ সময় কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জ। এমন চলতে থাকলে, লিগ জয়ের দৌড়ে টিকে থাকা অসম্ভব। সামনে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রয়েছে। ওই ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে হবে।’
এদিকে, জয়ের ধারা অব্যাহত লিভারপুলের। রবিবার অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নে স্লটের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক মহম্মদ সালাহ। এছাড়া দ্য রেডসের হয়ে জাল কাঁপান ডোমিনিক সোবোসলাই। সাউদাম্পটনের দুই গোলদাতা অ্যাডাম আর্মস্ট্রং ও ম্যাথুস ফার্নান্ডেজ। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। এদিন ইপিএলের অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-১ ড্র করল ইপসউইচ টাউনের বিরুদ্ধে। নতুন কোচ রুবেন আমোরিমের এটাই ছিল ম্যান ইউ’র হয়ে অভিষেক ম্যাচ। কিন্তু তাতে জয় অধরাই থাকল।