উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
গোলের পর বলকে জড়িয়ে বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় লিস্টনকে। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘মরশুমের শুরুতে গোল না পাওয়ায় হতাশা বাড়ছিল। তবে কোচ আমার উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। তার মর্যাদা দিতে পারায় ভালো লাগছে। এই গোল আগামী ম্যাচগুলিতে আত্মবিশ্বাস বাড়াবে।’ কোচ মোলিনাও লিস্টনকে প্রশংসার ভরিয়ে দিলেন। বললেন, ‘প্রতি ম্যাচেই ও একাধিক সুযোগ তৈরি করে। তবে তা গোলে রূপ দিতে ব্যর্থ। এই মাচে দুর্দান্ত গোল করেছে। প্রতিপক্ষের পাঁচ ফুটবলারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শটটা ঠিকঠাক জায়গায় রেখেছে। আশা করি, আগামী দিনে ও এই ছন্দ ধরে রাখবে।’
লিগ টেবিলে শীর্ষে উঠে আসা প্রসঙ্গে মোলিনার বিশ্লেষণ, ‘পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসা কঠিন। তার থেকেও শক্ত সেটাকে ধরে রাখা। এর জন্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। গত কয়েক ম্যাচে ছেলেরা পরিকল্পনামাফিক ফুটবল মেলে ধরেছে। তবে আগামী দিনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। বাকি দলগুলিও ছন্দে রয়েছে।’ উল্লেখ্য, শেষ পাঁচ ম্যাচে এই নিয়ে চতুর্থবার ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়েন আলড্রেড-রডরিগেজরা।