সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
(মেসি- ২, সুয়ারেজ) (মিকেল)
ফ্লোরিডা: শেষবার তিনি মাঠে নেমেছিলেন কোপা আমেরিকা ফাইনালে। খেতাবি লড়াইয়ে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লায়োনেল মেসি। তারপর কেটে গিয়েছে দু’মাস। চোট সারিয়ে মাঠে ফিরেই চেনা মেজাজে ধরা দিলেন আর্জেন্তাইন মহাতারকা। শনিবার তাঁর জোড়া গোলে ভর করে মেজর লিগ সকারে ফিলাডেলফিনাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্তার মায়ামি। মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। ফিলাডেলফিনার একমাত্র গোলটি মিকেল উরের। এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ইম্তার মায়ামি। উল্লেখ্য, চোটের কারণে বিশ্বকাপের বাছাই পর্বে শেষ দু’টি ম্যাচে খেলতে পারেননি এলএমটেন। তাঁর অনুপস্থিতিতে কলম্বিয়ার কাছে হারের মুখ দেখে বিশ্বচ্যাম্পিয়নরা। এই পরিস্থিতিতে শনিবার মেসির পারফরম্যান্স স্বস্তি জোগাবে জাতীয় কোচ লায়োনেল স্কালোনিকে।
মেসির হাত ধরেই গত মরশুমে ক্লাব ইতিহাসে প্রথম কোনও ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ইন্তার মায়ামি। তবে অল্পের জন্য এমএলএসের প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ডেভিড বেকহ্যামের দল। এবার অবশ্য মরশুমের শুরু থেকেই ছন্দে তারা। ইতিমধ্যেই দল প্রথমবারের জন্য প্লে-অফ রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে। তবে তার চেয়েও মেসির দলে ফেরাটা সব থেকে বেশি স্বস্তি জোগাচ্ছে অনুরাগীদের। শনিবার ঘরের মাঠে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামির দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফিলাডেলফিনাকে এগিয়ে দেন মিকেল উরের (১-০)। ঘরের মাঠে পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে লড়াই চালায় ইন্তার মায়ামি। ২৬ মিনিটে দুরন্ত গোলে দলকে সমতায় ফেরান মেসি (১-১)। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান তিনি। চার মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন আর্জেন্তাইন মহাতারকা। এবার জর্ডি আলবার পাস থেকে লক্ষ্যভেদ মেসির (২-১)। আর ম্যাচের শেষলগ্নে তাঁর সাজিয়ে দেওয়া পাস থেকেই গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন লুইস সুয়ারেজ (৩-১)।