সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সামনে রয়েছে দশটি টেস্ট। তার মধ্যে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি। বাকি পাঁচটি টেস্ট ভারত খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। টিম ইন্ডিয়া যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রবলভাবে আছে, তাই প্রতিটি টেস্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যশস্বী। তিনি জানিয়েছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে কোনও ম্যাচকে হাল্কাভাবে নেওয়া যাবে না। আমাদের চেষ্টা করতে হবে সেরাটা মেলে ধরার। দেশের হয়ে খেলাটা সবসময়ই গর্বের। বাড়তি তাগিদ থাকে ভালো কিছু করার। এখনও পর্যন্ত টেস্ট ফরম্যাটে দেশের জার্সিতে নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে উন্নতির ধারা বজায় রাখতে হবে। সামনে দশটি টেস্ট। তার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছি। তবে নতুনভাবে আলাদা কিছু করতে চাই না। তাতে হিতে বিপরীত হতে পারে। বেশি চাপ পড়ে যায়। এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে যেভাবে পারফর্ম করে সাফল্য পেয়েছি, সেই পথে থাকাই লক্ষ্য। পাশাপাশি টেকনিকে আরও নিখুঁত হওয়ার উপর জোর দিচ্ছি।’ উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে অনেক ভারতীয় ক্রিকেটারই খেলছেন দলীপ ট্রফিতে। সেই তালিকায় আছেন যশস্বীও। ভারতীয় বি দলের হয়ে প্রথম ইনিংসে তিনি ৩০ রান করেছেন।