মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় এঅ্যান্ডএস ক্রিকেট একাডেমি ও বোলপুর টাউন ইয়ুথ ক্লাব। ব্যাট করতে নেমে এঅ্যান্ডএস ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে বোলপুর টাউন ইয়ুথ ক্লাব ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। ৩৮ রানে জয়লাভ করে এঅ্যান্ডএস ক্রিকেট একাডেমি। এঅ্যান্ডএস ক্রিকেট একাডেমির পক্ষে নাজিম সিদ্দিক ৫৩ রান করার পাশাপাশি আসিফ মানসুরি চার ওভার বল করে ২৭ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন। বোলপুর টাউন ইয়ুথ ক্লাবের পক্ষে ভূপেন্দ্র সিং ৩৪ রান করার পাশাপাশি ভূপেন্দ্র সিং চার ওভার বল করে ৩৯ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন। অপর বোলার সুইট দাস বসাক চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন। ম্যান অব দ্য ম্যাচ হন নাজিম সিদ্দিক।