নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
২০২২সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে থাকাকালীন পানাগড় বাইপাসে একটি প্রতীক্ষালয়ের আবেদন জানানো হয়। তিনি তৎক্ষণাৎ বিষয়টি দেখার নির্দেশ দেন। ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড প্রতীক্ষালয়টি তৈরি করেছে। আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি(এডিডিএ) প্রতীক্ষালয়ের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়।এদিন পঞ্চায়েতমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য এখানে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, পানাগড় সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ রোজ দূরপাল্লার বাসে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যান। স্থায়ী প্রতীক্ষালয় হওয়ায় তাঁদের সুবিধা হবে।বাসযাত্রী রতন গড়াই বলেন, এই স্টপেজ থেকে কলকাতাগামী সরকারি ও বেসরকারি বাসে প্রচুর যাত্রী ওঠেন। সরকারি বাসের টিকিট কাউন্টারের সঙ্গে অস্থায়ী প্রতীক্ষালয় রয়েছে। কিন্তু সেখানে জায়গা খুব কম। ফলে সমস্ত বাসযাত্রী জায়গা পেতেন না। বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো।অপর এক যাত্রী বলেন, এই বাসস্ট্যান্ড থেকে অনেকেই ধর্মতলা বা করুণাময়ী যাওয়ার বাস ধরেন। আসানসোল, সিউড়ি যাওয়ার বাসেও অনেকে ওঠেন। কাঁকসার নানা এলাকা ছাড়াও বুদবুদ, আউশগ্রাম-২ ব্লকের সোঁয়াই থেকেও বহু যাত্রী নিয়মিত বাস ধরেন। প্রতীক্ষালয়ের কাছে শৌচাগারের ব্যবস্থাও রয়েছে। ফলে যাত্রীদের সুবিধা হবে।-নিজস্ব চিত্র