নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
প্রশিক্ষক কৌশিক মুখোপাধ্যায় বলেন, এ যুগের মেয়েদের রাস্তাঘাটে নানা বিপদের সম্মুখীন হতে হয়। তাই পরিস্থিতি অনুযায়ী নিজেরাই যাতে আত্মরক্ষা করতে পারে, তারজন্যই আমি মেয়েদের তরোয়াল চালানো, রাইফেল শ্যুটিং শেখাচ্ছি। তাছাড়া স্কুল পড়ুয়াদের পড়াশুনাতেও মনের জোর ও সাহস বাড়বে এতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁইহাট শহরের প্রায় ২০ জন মেয়ে লাঠিখেলা, তরোয়াল চালানো, রাইফেল শ্যুটিং শেখেন। স্কুল পড়ুয়ারা পড়াশুনার ফাঁকেই এমন পাঠশালায় যোগ দিচ্ছে। শহরের পুরানো বিডিও অফিসের মাঠেই তাঁদের আত্মরক্ষার নানা কৌশল শেখানো হয়। শত্রুকে কীভাবে ঘায়েল করতে হয়, তারও পাঠ দেওয়া হয়। ইতিমধ্যেই প্রশিক্ষক তাঁর মহিলা বাহিনী নিয়ে প্রশাসনিক স্তরেও প্রদর্শনী দেখিয়েছেন।
দশম শ্রেণির ছাত্রী মৌমিতা মণ্ডল, একাদশ শ্রেণির সৌমী মণ্ডল, নবম শ্রেণির সোনালি দাস বলেন, পড়াশুনার সঙ্গে মাঠে এসে লাঠিখেলা, তরোয়াল চালানো, রাইফেল শ্যুটিং শিখলে শরীরের ব্যায়াম হয়। তাছাড়া আমরা নিজেদের আত্মরক্ষার কৌশলও শিখছি, এর থেকে বড় কথা আর কী হতে পারে। এতে আমাদের মনোবল বাড়ছে। এসব কসরত ছাড়াও ল্যাডার কসরত শেখানো হয়। -নিজস্ব চিত্র