সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এই ঘটনার জন্য অনেকেই উৎসব কমিটির অব্যবস্থাকে দায়ী করছেন। তবে লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিস। এক পুলিস অফিসার বলেন, যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে পুলিস ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে বড় ঘটনা ঘটে যেতে পারত। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কালনা শহরে হয়ে আসছে শীতকালীন খাদ্য ও পিঠেপুলি উৎসব। এবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হিমঘর মাঠে ৭ জানুয়ারি থেকে উৎসব শুরু হয়। ছ’দিন ব্যাপী উৎসবের রবিবার ছিল শেষ দিন। এদিন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী জোজো ও পলক-পলাশ মুচ্ছল। প্রত্যক্ষদর্শীদের কথায়, রাত পৌনে ন’টা নাগাদ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে তখনও অপেক্ষায় বহু দর্শক। এরপর হঠাৎই গেট খুলে ভেতর থেকে কিছু মানুষ বেরতে শুরু করলে বাইরে অপেক্ষমান দর্শকরা হুড়োহুড়ি করে ঢুকতে শুরু করে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। হুড়োহুড়িতে কয়েকজন মাটিতে পড়ে যান। তাদের মারিয়েই অনেক দর্শকরা ভেতরে ঢোকে। অনেকে প্রাচীর টপকে মাঠে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে বুঝে পুলিস লাঠি উঁচিয়ে তাড়া করে। লাঠিচার্জ করে বলেও অভিযোগ। পুলিসের তাড়া খেয়ে ও ভিড়ের চাপে অনেকে পড়ে গিয়ে জখম হন। পা ও কোমরে চোট পান। জখম আটজনকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুইজনকে অন্যত্র রেফার করা হয়। বাকি ছ’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অধিকাংশ মহিলা। গত বছরও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকজন জখম হয়েছিল। উৎসব কমিটি গত বছরের ঘটনা থেকে শিক্ষা না নেওয়ায় অনেকেই ক্ষুব্ধ।
হাসপাতালে ভর্তি পায়েল চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী বলেন, অনুষ্ঠান চলাকালীন রাত পৌনে ন’টা নাগাদ বহু মানুষ মাঠের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ গেট খুলতেই কিছু মানুষ বেরিয়ে আসেন, আমরাও সেই সময়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে পেছনে ভিড়ের চাপে মাটিতে পড়ে যাই। আমাদের জুতো পায়ে পিষে দিয়ে সবাই চলে যায়। চিৎকার চেঁচামেঁচি করতে থাকি। তারপর অসুস্থ হয়ে পড়ি। আমাদের হাসপাতালে পাঠানো হয়। মাথায় শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে। অনেকেই আহত হয়েছেন। উৎসবের আহ্বায়ক স্থানীয় বিধায়ক বলেন, প্রচুর ভিড় হয়েছিল। এই রকম ঘটনা কাম্য ছিল না। আহতদের পাশে আছি। তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।-নিজস্ব চিত্র